Dhaka Ladies Club

ঢাকা লেডিজ ক্লাব সেই মহতী বৃক্ষ যার চির নবীন কিশলয়তার সদস্যরা। ঐতিহ্য মন্ডিত এই বিনোদন ও সেবামূলক প্রতিষ্ঠান সমাজের দুঃখ-দারিদ্র পশ্চাদপদ শ্রেণীর প্রতি দুহাত বাড়িয়ে  দিতে সদাসচেষ্ঠ। অন্যদিকে সদস্যরা প্রাত্যহিক পৌনপুনিক জীবনের থেকে এক ঝলক নির্মল অবসরের প্রতিশ্রতি পান এই ক্লাবে।

তৎকালীন পাকিস্তান আমলের সাবেক গভর্নরের স্ত্রী বেগম শামসিয়া সাহাবুদ্দিন সমাজের প্রতিষ্ঠিত গৃহিনীদের অবসর বিনোদনের কেন্দ্র হিসাবে ১৯৫৫ সালে এই ক্লাব প্রতিষ্ঠা করেন।

১৯৭৩ সন থেকে বেগম ফওজিয়া সামাদ এর নেতৃত্বে নানা কর্মকান্ডের মাধ্যমে এই ক্লাব স্বনামধন্য প্রতিষ্ঠান হিসাবে গড়ে ওঠে।

বেগম ফওজিয়া সামাদ ইন্তেকালের পর গুলশান আনোয়ারা হক এই ক্লাবের দায়িত্ব গ্রহন করে । দীর্ঘ দিন ধরে একটি নির্দেশিকার প্রয়োজন অনুভব করে ক্লাবের সদস্যদের জন্য প্রস্তুত করা হয় টেলিফোন নির্দেশিকা যাতে হাতের কাছে পাওয়া যাবে বন্ধুদের ঠিকানা। প্রতিবছর এই নির্দেশিকাকে হালনাগাদ করা হয়। । দিনে দিনে সদস্য সংখ্যা বেড়েছে বলে কাজটি কিছুটা দুরূহ ছিল। আপনাদের প্রত্যাশিত ইচ্ছাটি পূরণ করার এই শুভলগ্নে সকলের সম্প্রীতি ও সহযোগিতাই আমাদের শক্তি।

প্রসঙ্গত উল্লেখ্য, যুক্ত হয়েছে কম্পিউটারের সুব্যবস্থা। রয়েছে আমাদের একটি সুবিশাল লাইব্রেরী। আমরা সমাজের সুবিধাবঞ্চিত শিশুদেরজন্য ৯ টি অবৈতনিক স্কুল পরিচালনা করছি। বিয়ে, বৌভাত, জন্মদিন, অফিসিয়াল অথবা যে কোন সামজিক অনুষ্ঠানের জন্য মান সম্মত হল রুম আছে ।

Features & Facilities

Some of the facilities provided by Dhaka Ladies Club